আশুলিয়ায় গণধোলাইয়ের পর ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

0
59

মোস্তফা কামাল মজুমদার: সাভারের আশুলিয়ায় ছিনতাই করার সময় হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে পথচারীরা। পরে ওই ছিনতাইকারী যুবক গণধোলাইয়ের শিকার হন। এসময় তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিশমাইল এলাকার ঢাকা- আরিচা মহাসড়কের এক পথচারীর পথরোধ করে ছিনতাই করছিলেন তিন যুবক। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে এক যুবকে আটক করে। এসময় পালিয়ে যায় বাকি দুই ছিনতাইকারী। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এসময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার হয়। অনেকের অভিযোগ, চক্রটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় দীর্ঘ দিন ধরে ছিনতাই করে আসছিল।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ছিনতাইকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহত অবস্থায় ওই যুবককে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পর বিস্তারিত পরিচয় জানা যাবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × four =