পাচারকৃত অর্থফেরত আনার দাবিতে বাংলাদেশ ব্যাংকের
সামনে বিক্ষোভ

0
80

অর্থপাচারকারী ও ঋণখেলাপিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পাচারকৃত অর্থফেরত আনার দাবিতে বাংলাদেশ
ব্যাংক অভিমুখে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
বরিশালে বাম গণতান্ত্রিক জোট এ কর্মসূচি পালন করে।
শুরুতে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে নগরীর বগুড়া রোডে মিছিল বের করা হয়। জোটের জেলার নেতাকর্মীরা এ
মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে যান। শেষে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিবরিশাল জেলা শাখার সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম সভাপতিত্ব
করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী।
এ সময় বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ায় অর্থপাচারে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। প্রতি বছর বাংলাদেশ থেকে
৮০ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। এ পাচারকৃত টাকা দিয়ে কমপক্ষে দুটি পদ্মা সেতুনির্মাণ করা সম্ভব।

ঋণখেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের ব্যবস্থা না করা এবং দোষীদের শাস্তির আওতায় না আনার অভিযোগ তুলেন
বক্তারা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 + 20 =