উওরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা থেকে ৭ জন দালাল সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান 

0
22

মোঃ শাহজাহান হাসান: র‌্যাব-১ এর মোবাইল কোর্ট অভিযানে উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকার ০৭ জন দালাল চক্রের সদস্যকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ডিএমপি, ঢাকার বেশ কিছু প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতি জনজীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিয়েছে। এসকল প্রতিষ্ঠানে জনদুর্ভোগ কমিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। জনদুর্ভোগ কমিয়ে আনতে র‌্যাব নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে। 

এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ মার্চ ২০২৪ ইং তারিখ আনুমানিক ১১০০ ঘটিকা হতে ১৫০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজাহারুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক দালাল চক্রের সক্রিয় সদস্য ১) ফিরোজ আলম স্বপন (৪৬)’কে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড, ২) মোঃ মোতালেব হোসেন (৩৩)’কে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড ৩) জিয়াদ রহমান আয়স (২৯)’কে ০১ মাসের দিনের বিনাশ্রম কারাদন্ড, ৪) ফিরোজ আলম (৩৬)’কে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড, ৫) মোহাম্মদ মিনহাজ হোসেন শান্ত (২৩)’কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৬) মোহাম্মদ মাহিনুল ইসলাম স্মরণ (২২)’কে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং  ৭) মোঃ স্বপন হোসেন (২৫)’ কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 + twelve =