মাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় শিক্ষক গ্রেপ্তার

0
23

জামালপুরের সরিষাবা ড়ীতে নিজের মাকে ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলেকে
গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। অভিযুক্ত ছেলে আ. জলিল পেশায় একজন স্কুল শিক্ষক।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যা য়, বুধবার (২৭ মা র্চ) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের মৃত আব্দুল
বারেকের স্ত্রী মোছা. খোদেজা (৫৭) থানায় এসে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন। তার ছেলে তাকে ভরণপোষণ
না দিয়ে উল্টো মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে জানান তিনি। পরে অসহায় বিধবা মায়ের অভিযোগের
ভিত্তিতে পুলিশ ছেলে আ. জলিলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।


পরে তার বিরুদ্ধে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন ৫ (১) ধারায় মামলা রুজুকরে রাতেই তাকে
আদালতে সোপর্দ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. আব্দুল জলিল (৪০) শ্যামের পাড়া ফিরো জা মজিদ উচ্চ বিদ্যালয়ে সহকারী
শিক্ষক।
এবিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, বিধবা মাকে তার একমাত্র ছেলে ভরণপোষণ না দিয়ে বাড়ি
থেকে বের করে দেয়। পরে তিনি থানায় এসে ছেলে বিরুদ্ধে অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো
হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × two =