পাহাড় কাটার খবরে অভিযান, বন কর্মকর্তাকে হত্যা

0
20

কক্সবাজারের উখিয়ায় বনরক্ষার অভিযান পরিচালনা করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাজ্জাদুজ্জামান নামে
বন বিভাগের এক বি ট কর্মকর্তা। শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের
হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জা দুজ্জামান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের দায়িত্বে ছিলেন। তিনি মুন্সিগঞ্জ
জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।
উখিয়া থানা ওসি শামীম হোসাইন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডাম্প ট্রাকচাপায় বন কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে তাদের
গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে

স্থানীয়রা জানান, রাতে রাজাপালং ইউনিয়নের হরিণমারা থেকে পাহাড় কেটে বালুসরবরাহ করছিল পাহাড়খেকোরা।
খবর পেয়ে সেখানে অভিযানে যান বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। সেখানে মোটরসাইকেল নিয়ে গেলে একটি ডাম্প ট্রাক
সাজ্জাদুজ্জামানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ সময় সঙ্গে থাকা উখিয়া রেঞ্জ কর্মকর্তার গাড়িচালক মো. আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে
পাঠানো হয়। ডাম্প ট্রাকটি বন বিভাগের তালিকাভুক্ত হরিণমারার ছৈয়দ করিম প্রকাশ মিল ছৈয়দ করিমের। বাপ্পি
নামের এক যুবক ট্রাকটি চালাচ্ছিল।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, নিহত সাজ্জাদুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর
হাসপাতালে পাঠানো হয়েছে।
দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম কালবেলাকে বলেন, ‘পাহাড়খেকোদের সামাজিক,
রাজনৈতিক ও প্রশাসনিকভাবে প্রতিহত করতে হবে। আমরা একজন দক্ষ বন কর্মকর্তাকে হারালাম।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − twelve =