রূপগঞ্জে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে পুলিশ

0
570

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মাহাবুবের বিরুদ্ধে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মাহাবুবের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চনপাড়া বস্তির ৫নং খেলার মাঠ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ ২৭০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪৪ বোতল ফেন্সিডিলসহ চনপাড়া গ্রামের মাদক স¤্রাট রবিউল্লাহ রবু ও চনপাড়া বস্তির ৯নং ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী মুন্নাকে আটক করে। পরে রাতেই ৭৫ হাজার টাকা উৎকোচের বিনিময়ে মাদক স¤্রাট রবিউল্লাহ রবু ও মুন্নাকে পুলিশ ক্যাম্প থেকে ছেড়ে দেয়া হয়। আর তাদের কাছ থেকে উদ্ধার করা ২৭০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪৪ বোতল ফেন্সিডিল পশ্চিমগাঁও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সোলাইমানের কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করে দেয় এস আই মাহাবুব। এ ঘটনা জানাজানি হলে চনপাড়া এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এলাকাবাসী অবিলম্বে সামারীবাজ এস আই মাহাবুবকে চনপাড়া পুলিশ ক্যাম্প থেকে অপসারনের দাবী জানিয়েছে। এ ব্যাপারে জানতে চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মাহাবুবের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মাদক ব্যবসায়ী রবিউল্লাহ রবু ও মুন্নাকে আটক করেছি সত্য। তবে তাদের কাছে কিছু না পাওয়ায় তাদেকে ছেড়ে দিয়েছি। টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়ার বিষয়টি সত্য না

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven + 20 =