তুরাগের মোশারফ হাই স্কুল আবারও সাফল্যের শীর্ষে

0
1154

ষ্টার্ফ রিপোর্টারঃ
রাজধানী তুরাগে মোশারফ হাই স্কুল আবারও সাফল্যেও শীর্ষে। ২৭ বছরের গর্ভিত এই শিক্ষা প্রতিষ্ঠান ২০১৭ সালে জে এস সি,পি এস সি পরিক্ষায় ১০০% সাফল্যের সাথে উর্ত্তিন্ন। এবং গোল্ডেন জি পি এ পেয়ে সাফল্যের সাথে উত্তিন হয় একাধীক শিক্ষার্থী।

 

সন্তান আপনার অভিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব আমাদের। যে শিক্ষ দেশ ও জাতির কল্যানে কাজ করে যাচ্ছে এই মোশারফ শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৯২ সালে মোশারফ প্রী ক্যাডেট এন্ড হাই স্কুল জন্ম নিলেও বর্তমানে ঢাকা বোর্ড জাতীয় মেধা তালিকায় স্থান নিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ঢাকা বোর্ডের জাতীয় মেধা তালিকায় ৫৫, ৩৫ ও ৬৫ অর্জন কারি এই গর্ভিত এই শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাদাতা চেয়ারম্যান মোশারফ স্যার ও তারসহ ধরমীনি সৎ শিক্ষিত ও নির্বিক উদয়ো মন ও নারী সমাজের অহংকার। হাজার হাজার শিক্ষার্থীর মা। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোসাম্ম নাসিমা আক্তার (মোশারফ) নিরলস ভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে চলেছেন। মোশারফ হাই স্কুল থেকে একাধিক শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিষ্টেট ও অন্যান্য পেশায় নিয়োজিত রয়েছে বলে সূত্রে জানতে পারা যায়। তবে গত ৭ জানুয়ারি নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাবিবুর ইসলাম (পান্না) তুরাগ থানা সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক,ঢাকামহানগর উত্তর), আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতা-কর্মী ও সুশিল সমাজের লোকজনের মধ্যে তুরাগ ফুলবারিয়ার নাজিম উদ্দিন ও স্থানীয় মেম্বার আজিজ প্রমূখ উপস্থিত ছিলেন। উক্ত নবীন বরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মোশারফ হাই স্কুলের পরিচালক ডাক্তার মাহথির মুহম্মদ আসিফ। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের ইত্যাদি খ্যাত কৌতুক অভিনেতা এলিন রাগ ও স্কুলের শিক্ষার্থীরা সংঙ্গীত পরিবেশন করেন। পরে রাত ১১টায় অনুষ্ঠানটির পরিসমাপ্তী হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen + 3 =