দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়

0
725

দূষিত বায়ুর শহর ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর মতে বিশ্বের মেগাসিটির শহরগুলোর সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। দূষিত বায়ুর শহর হিসেবে প্রথমে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি।  তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসরের কায়রো শহর। চতুর্থ এবং পঞ্চম অবস্থানে ভারতের মুম্বাই ও চীনের রাজধানী বেইজিং।

বিশ্বের যে শহরগুলোতে ১ কোটি ৪০ লাখ বা তার চেয়ে বেশি মানুষ বসবাস করে, এমন শহরের বায়ুর মানের ওপর নির্ভর করে ওই তালিকা তৈরি করেছে হু। এছাড়াও হু বায়ুতে পাওয়া বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান বিশ্লেষণ করে জানায়, বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষই দূষিত বায়ুর মুখোমুখি। দূষিত বায়ুর প্রভাবে ৪২ লাখ মানুষের প্রাণ গেছে কল-কারখানা, কার, ট্রাক ও অন্যান্য যানবাহনের কারণে। আবার এছাড়া অভ্যন্তরীণ দূষণে মারা গেছে ৩৮ লাখ মানুষ শুধুমাত্র ২০১৬ সালেই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven − four =