সোয়া ৯ কেজি স্বর্ণ উদ্ধার

0
493

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে সোয়া ৯ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিমানের বিজি ৮৭ নম্বর ফ্লাইট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার ফাহমিদা মাহজাবীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালিয়ে ৩০ এফ নম্বর আসনের নিচ থেকে কালো স্কচটেপ মোড়ানো প্যাকেটের মধ্যে ৮০টি সোনার বার পাওয়া যায়।

প্রতিটি বারের ওজন ১০ তোলা, যার মোট ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় চার কোটি ৬৪ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে সোয়া ৯ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিমানের বিজি ৮৭ নম্বর ফ্লাইট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার ফাহমিদা মাহজাবীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালিয়ে ৩০ এফ নম্বর আসনের নিচ থেকে কালো স্কচটেপ মোড়ানো প্যাকেটের মধ্যে ৮০টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০ তোলা, যার মোট ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় চার কোটি ৬৪ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 + 10 =