তলপেট থেকে প্রায় পৌনে ২ কেজি সোনা জব্দ

0
3641

রাজধানীর হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে হংকং থেকে আগত যাত্রীর অন্তর্বাস (আন্ডারওয়্যার) ও তলপেট থেকে প্রায় পৌনে ২ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস। বৃহস্পতিবার ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, বুধবার মধ্যরাতে নুরুল আজাদ নামের এক যাত্রীর অন্তর্বাসের ভেতর থেকে ৬টি ও পায়ুপথ থেকে ৯টি সোনার বার জব্দ করা হয়।

সূত্র জানায়, মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে হংকং থেকে কেএ ১১০ বিমানে আগত যাত্রী নুরুল আজাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্তর্বাসের ভেতর থেকে ৬টি সোনার বার বের করেন। পরবর্তীতে আর্চওয়ে স্ক্যানিংয়ে সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়, প্রচুর পানি ও খাবার খেতে দেওয়া হয়। পরে সেহরির সময় তিনি পায়ুপথ থেকে আরো ৯টি সোনার বার বের করেন। জব্দকৃত সোনার পরিমাণ প্রায় পৌনে ২ কেজি। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 3 =