কোচ গুহায় আটকা শিশুদের মা-বাবার কাছে ক্ষমা চেয়েছেন

4
808

থাইল্যান্ডের একটি গুহায় দুই সপ্তাহ ধরে আটকে থাকা কিশোর ফুটবল দলের ২৫ বছর বয়সী কোচ এসব বালকের মা-বাবার কাছে ক্ষমা চেয়েছেন। শনিবার থাই নেভি প্রকাশিত এক চিঠিতে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। প্রবল বর্ষণজনিত কারণে গুহায় পানির উচ্চতা বেড়ে যাওয়া এবং এতে সেখানে অক্সিজেন হ্রাস পাওয়ার আশংকার প্রেক্ষাপটে থাইল্যান্ডের জনগণ অধীর আগ্রহ নিয়ে এ দলের নিরাপদে ফিরে আসার অপেক্ষায় রয়েছে।

সোমবার ডুবুড়িদের মাধ্যমে তাদের সন্ধান পাওয়ার আগ পর্যন্ত ১১ থেকে ১৬ বছর বয়সের এসব শিশুর সঙ্গে নয়দিন ধরে থাকা একমাত্র প্রাপ্ত বয়স্ক লোক ছিলেন এই কোচ ইকাপোল চান্তাউং। শুক্রবার ডুবুরির মাধ্যমে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, এখানে আটকে থাকা সকল শিশু ভালো রয়েছে। আমি তাদের অনেক ভালো যত্ন নিচ্ছি।’ শনিবার নেভি সিলের ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়। চিঠিতে এ ফুটবল কোচ বলেন, ‘নৈতিক সমর্থন জানানোর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এসব শিশুর মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen − seven =