৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

0
593

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার ও  মোহাম্মদ মুছা নামে এক যুবলীগ নেতাকে আটক করেছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে টেকনাফের উত্তর লম্বরীর একটি মাদ্রাসার সামনে মুছাকে আটক করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী ২নং ওয়ার্ড এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল ফারুক জানান, ইয়াবাসহ আটক মুছা একই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের নেতা। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। র‌্যাব -৭ টেকনাফ-১ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহাতাব জানান, বিকেল ৪টার দিকে টেকনাফের উত্তর লম্বরীর মাদ্রাসা এলাকায় একটি অটোরিকশায় করে ইয়াবা পাচার হচ্ছে, এমন খবর পেয়ে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে মোহাম্মদ মুছাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সেগুলোর আনুমানিক মূল্য ১ কোটি টাকা। তিনি জানান, ইয়াবা পাচারে ব্যবহৃত অটোরিকশা জব্দ হয়েছে। আর মাদক মামলা দিয়ে মুছাকে থানায় সোর্পদ করা হবে। এর আগে সকালে টেকনাফ স্থলবন্দরের পাশের খালে অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ স্টেশন কোস্টগার্ড সদস্যরা। তার আগে ভোরে একই এলাকা থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

ten + 9 =