মাদক ও নগদ টাকাসহ চট্টগ্রামের কারা পরিদর্শক আটক

0
604

বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে ১২ বোতল ফেনসিডিল, নগদ ৪৪ লাখ ৪৫ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার ৩টি পৃথক চেক ও ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআরসহ চট্টগ্রাম জেলা কারাগার পরিদর্শক সোহেল রানা বিশ্বাসকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।

গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদের নেতৃত্বে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, সোহেল রানা বিজয় ট্রেনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। ট্রেনটি পৌনে ১টার দিকে ভৈরব স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ একটি কেবিনে তল্লাশি চালায়। এসময় তার লাগেজে থাকা ১২ বোতল ফেনসিডিল, নগদ ৪৪ লাখ ৪৫ হাজার টাকা পায়। পরে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে তার নিজের নামে ১ কোটি ৩০ লাখ টাকার ৩টি চেক ও  ১ কোটি টাকার ২টি এফডিআর এবং তার স্ত্রী হোসনে আরা পপির নামে ১ কোটি করে ২টি এফডিআর ও তার শ্যালক রকিবুল হাসানের নামে ৫০ লাখ টাকার একটি এফডিআর জব্দ করেন। ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ জানান, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ মাদকসেবনে লিপ্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 − four =