কিশোরগঞ্জের প্রতারক লালন শাহ ৪ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নিল ?

0
497

অপরাধ বিচিত্রাঃ রংপুর জেলাধীন তারাগঞ্জ উপজেলার কুর্শা বাজার তারাগঞ্জে শ্রী লিটন গোস্বামী একজন ব্যবসায়ী হইতেছেন বটে । তারাগঞ্জ বাজারে তাহার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে “মেসার্স স্টুডেন্ট টেইলার্স এন্ড গার্মেন্টস” নামে পরিচিত । পাশের নীলফামারী জেলা কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সারোভাষা দক্ষিণ চাঁদখানার মোঃ আবু-ছাহেদ এর ছেলে প্রতারক ও দালাল লালন শাহ্ এর সাথে শ্রী লিটন গোস্বামী দীর্ঘদিনের পূর্ব পরিচিত চেনা ও জানা ।

এই চেনা জানার সরলতার সুযোগ নিয়ে প্রতারক দালাল লালন শাহ্ আমার কাছ থেকে ব্যবসায়ীক প্রয়োজনের কথা বলে আমার নিকট হতে আমানত স্বরূপ নগদ ৪ লক্ষ ৭০ হাজার টাকা গ্রহণ করেন উক্ত গ্রহণকৃত ৪ লক্ষ ৭০ হাজার টাকা বাবদ আমাকে চেক দেয় এবং গত ২৮/০২/২০১৯ ইং তারিখ সোনালী ব্যাংক লিমিটেড, তারাগঞ্জ শাখা, রংপুর এর সঞ্চয়ী হিসাব নং- ৩৪০৯১০১৮ স্বাক্ষরিত ৪ লক্ষ ৭০ হাজার টাকা গঝ/১০ নং- ৯৬৬১৮৬২ AC চেক প্রদান করে। উক্ত চেকটি নগদায়নের জন্য নিজ নামীয় হিসাব নম্বর অগ্রণী ব্যাংক লিমিটেড, তারাগঞ্জ শাখা, রংপুরে জমা প্রদান করিলে গত ১৩/০৩/২০১৯ ইং তারিখ সোনালী ব্যাংক লিমিটেড, তারাগঞ্জ শাখা, রংপুর কর্তৃক অপর্যাপ্ত তহবিল মর্মে ডিজঅনার হয় এবং সেই মর্মে সোনালী ব্যাংক লিমিটেড, তারাগঞ্জ শাখা, রংপুর চেক ফেরত স্মারক প্রদান করেন । এমত অবস্থায় প্রতারক ও দালাল বাবা ও ছেলের যোগসাজশে অনেক লোকে পথে বসিয়েছে । (ফলোআপ চলবে)…………….

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 − 6 =