চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

0
478

বুড়িমারী থেকে লালমনিরহাটগামী চলন্ত বিরল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মনিরা (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা বেঙ্গল কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে। মনিরাকে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে আদিতমারী উপজেলার নামুড়ি মদনপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে এবং মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

মনিরার দাদা সোলেমান জানান, পাটগ্রাম উপজেলার সোহাগপুর এলাকা থেকে তারা ট্রেনে করে বাড়ি ফিরছিল। ট্রেনটি হাতীবান্ধা থেকে ট্রেনটি ছাড়ার পর কে বা কারা জানালা দিয়ে পাথর ছুড়লে মনিরা গুরুতর আহত হন। পরে রেলওয়ে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসি।

লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) আদম আলী জানান, চলন্ত বিরল এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়ে শিশু আহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − three =