লালমনিরহাটে ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিং (বিসি) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

0
799

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন রংপুর কর্তৃক আয়োজিত ব্যাটালিয়ন ক্যাম্পিং (বিসি)-২০১৯ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। এতে রংপুর বিভাগের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের পুরুষ ও মহিলাসহ ২৩০ জন ক্যাডেট অংশ নিয়ে ছিলেন।
গত ৫ সেপ্টেম্বর লালমনিরহাট সরকারি কলেজ মাঠে শুরু হয় ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিং (বিসি)-২০১৯। আজ সকালে মহাস্থান রেজিমেন্ট রাজশাহী এর রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল তওফিক নওশাদ, প্রধান অতিথি থেকে, এ প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেন। এসময় ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন রংপুর এর এ্যাডজুটেন্ট মেজর মোঃ হারুন অর রশীদসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি অফিসার, প্রফেসর, আন্ডার অফিসার ও ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাডেটদের প্রশিক্ষণের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ক্যাডেটদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এতে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৫ জন পুরুষ ক্যাডেট ও ৬৫জন মহিলা ক্যাডেটসহ মোট ২৩০ জন ক্যাডেট অংশ গ্রহণ করেন।


পরে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফরকে প্রধান অথিতি করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি বলেন, ক্যাডেটরা ভবিষ্যতে দেশ মাতৃকার প্রয়োজনে যে কোন ত্যাগের জন্য প্রস্তুত থাকবে। প্রশিক্ষণার্থী ক্যাডেটগণ ০৯ সেপ্টেম্বর প্রশিক্ষণ ক্যাম্প ত্যাগ করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যাবর্তন করবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − 6 =