কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় বন্য হাতির তান্ডবে ঘরবাড়ি ভাংচুরসহ কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি কান্নায় ভেঙ্গে পরছে ক্ষতিগ্রস্তরা

0
542

মাজহারুল ইসলাম,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলা সীমান্তের ১০ গ্রামে ভারতীয় বন্য হাতির তান্ডবে উঠতি সরিষা ক্ষেত,বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ওই এলাকার গ্রামবাসী রাতভর আগুন জ্বালিয়ে ও ঢাকঢোল পিটিয়ে ওই হাতির দল তারিয়েছেন। জানা গেছে বুধবার গভীর রাতে ওই দুই উপজেলার সীমান্তবর্তী প্রায় ৭ একর জমির উঠতি সরিষা ক্ষেত, দুই একর বোরোর বীজতলা ভারতীয় বন্য হাতির তান্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার,রৌমারী উপজেলার বালিয়ামারী সীমান্ত হাটের পাশ দিয়ে বুধবার রাতে অন্তত ৮০/৯০টি ভারতীয় বন্য হাতি বাংলাদেশে প্রবেশ করে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাগান বাড়ি, গ্রামের মৃত্যু বক্তজামাল এর বাড়িতে হাতি হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে।

এসময় ঘুমন্ত মানুষ গুলো অল্পের জন্য কোন মতে প্রানে বেচে যায়।

মৃত্যু বক্তজামাল এর পুত্র লিটন , বক্তজামাল এর বৃদ্ধ মা জহুরা খাতুন জানান বাবা আমরা কিছুই জানিনা হঠাৎ ঘরের চারও মুরা ঘর ভাঙতাইছে তহন উইডা দেহি অনেকটি হাতি তহন খালি ইতিম পুলাহানগর নিয়া জানডা বাচাইছি। এবিষয় রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ আজিজল হক জানান, আমরা জানার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তিনবান ঢেউটি,৯ হাজার নগদ  টাকা তাদের সহযোগিতা দিয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা দিপু রায় জানান উপজেলার যাদুররচ,ইউনিয়ন সীমান্তে বুধবার ভোরে ঘরবাড়িসহ কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে, আমরা জানার সঙ্গেই ওই এলাকায় গিয়েছি কৃষকের,সরিষা,গম,বীজতলা,এবং একটি,বাড়ি ভেঙ্গে তচনচ করেছে ভারতীয় বন্য হাতি। ক্ষতিগ্রস্থ কৃষকদের একটি তালিকা করে উর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।   

 রৌমারী উপজেলার আলগারচর, পাহারতলী ও লাঠিয়াল ডাঙ্গা এলাকার কৃষকরা,নুরুল ইসলাম, রবিউল ইসলাম,মাইদুল ইসলাম,সেকান্দার, সামাদ,ছক্কু, ছাইদুর রহমানসহ আরও অনেকেই। পাকা সরিষা নষ্ট করেছে খবর পেয়ে এলাকার লোকজন ঢাকঢোল পিটিয়ে ও আগুন জ্বালিয়ে হাতির দলটি তারিয়েছেন।

এর আগে আরো বহুবার এরকম তান্ডব চালিয়ে ওই এলাকার ফসল ও বাড়ীঘরের ব্যাপক খতি করেছে বলে এলাকাবাসীরা জানিয়েছে। এই মর্মান্তিক হাতির তান্ডব এর বিষয় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ঢাকা থাকায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − fifteen =