যাত্রীর পেটে থেকে উদ্ধার করা হয়েছে ৮টি স্বর্ণের বার

0
544

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর পেটে থেকে উদ্ধার করা হয়েছে ৯৩৩ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টায় এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে আসা মোহাম্মদ মোরশেদ নামের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে এনএসআই টিম। বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাউজানের বাসিন্দা মোরশেদকে গোপন সংবাদের ভিত্তিতে চ্যালেঞ্জ করে এনএসআই টিম।

এ সময় তিনি বেআইনি কিছু থাকার বিষয়টি অস্বীকার করেন। একপর্যায়ে গোয়েন্দারা তাকে আর্চওয়ে দিয়ে হাঁটান। এ সময় লাল সংকেত পাওয়া যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ ও এক্স-রের ভয় দেখালে প্রথমে ৪টি স্বর্ণের বার মলদ্বারে থাকার বিষয়টি স্বীকার করেন। পরে সেগুলো উদ্ধারের পর আবার আর্চওয়েতে হাঁটালে লাল সংকেত আসে। এরপর বাকি ৪টি স্বর্ণের বারের বিষয় স্বীকার করেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, স্বর্ণসহ আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের ও পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − nine =