ঝালকাঠিতে শতাধিক মোটরসাইকেল আটক করলেন সদর সার্কেল এম এম মাহমুদ হাসান

0
471

ঝালকাঠিপ্রতিনিধি: ঝালকাঠিতে মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অবস্থানে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান। নিজেই প্রচণ্ড গরমে রাস্তায় দাঁড়িয়ে প্রায় ১০০ শত মোটরসাইকেল আটক করছেন। ঝালকাঠি ফায়ার মোড়ে সোমবার সকাল ১০ থেকে এ অভিযান চালিয়েছেন এবং ত্রুটিপূর্ণ মোটরসাইকেলের বিরুদ্ধে হচ্ছে মামলা। এম এম মাহমুদ হাসান বলেন মোটরসাইকেলে প্রেস ,পুলিশ এসব লেখা থাকবে না। অনেক মোটরসাইকেলের সামনে প্রেস লেখা ছিল এই লেখাগুলো উঠাতে বলেন। অনেকে প্রেস লেখা স্টিকার উঠিয়ে কাগজপত্র দেখান। তিনি বলেন মোটরসাইকেলে পুলিশ বা প্রেস কোন লেখা থাকতে পারবে না। তিনি বলেন শহরের যানজট নিরসনের জন্য এই অভিযান আমাদের অব্যাহত থাকবে।

বেপরোয়া মোটরসাইকেল কাগজপত্র বিহিন মোটরসাইকেল রাস্তায় চলতে পারবে না। তিনি আরো বলেন ভয়াবহ করোনার মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কোন মোটরসাইকেল রাস্তায় চলতে পারবে না। সে যেই হোক আইন সবার জন্য সমান। আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন পরিবার কে সুরক্ষিত রাখুন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =