গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভা এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর

0
595

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনকে সম্পূর্ণ ইটভাটা মুক্ত করার পর সেই সাফল্যের ধারাবাহিকতায় ০৭ ডিসেম্বর ২০২০ ইং তারিখে গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভা এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর,গাজীপুর। অভিযানে ৮ টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়াও ৮টি ইটভাটাকে আলাদা আলাদা করে সর্বমোট ৬২ লক্ষ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। অবৈধ ইটভাটা গুলোর মধ্যে মেসার্স ফারুক ট্রেডার্স (এমএসএম ব্রিকস) একই মালিকের ৬ টি, উমামা ব্রিকস ও আরসিজি ব্রিকস।

অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজি তানভির আহমেদ। এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক জনাব মোঃ আব্দুস সালাম সরকার, রিসোর্স অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন,সহকারী পরিচালক জনাব মোঃ মমিন ভূঁইয়া,পরিদর্শক জনাব শেখ মোজাহিদ ও দিলরুবা আক্তার। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় করেন গাজীপুর জেলা পুলিশ,গাজীপুর র‌্যাব-১ ও গাজীপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =