নারায়ণগঞ্জে ৩,১৩৮ পিস বিদেশী সিগারেট জব্দ : গ্রেফতার ০২

র‌্যাবের অভিযানে গ্রেফতারকৃতরা শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী সিগারেট মজুদ ও বিক্রয় করে আসছিল।

0
601

আরিফুল ইসলাম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩,১৩৮ পিস বিদেশী সিগারেটসহ ০২ সিগারেট কালোবাজারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।
রবিবার(২৭জুন) দুপুরে র‌্যাব-১০ এর মিডিয়া বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অপরাধ বিচিত্রাকে এ তথ্য নিশ্চিত করা হয়।
 র‌্যাব জানায়,গত শনিবার বিকেলে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩,১৩৮ পিস বিদেশী সিগারেটসহ সিগারেট কালোবাজারী চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সিগারেট কালোবাজারী মোঃ ইউনুস ও মোঃ ওবায়েদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ ইউনুস (৩১) ও ২। মোঃ ওবায়েদুল ইসলাম (১৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল উদ্ধার করা হয়।
 

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার সিগারেট কালোবাজারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন যাবত অবৈধভাবে বিদেশী বিভিন্ন ব্রান্ডের সিগারেট কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ ও বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
 গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + thirteen =