ইসলামী প্রশ্নোত্তর

0
332

প্রশ্ন : আমার বাচ্চা ১৩ মাস বয়সি। আমার আহলিয়া ৪ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিকমত দুধ পাচ্ছেনা। এক্ষেত্রে ১৩ মাস বয়সি বাবুর হক নষ্ট হচ্ছে কি না? এই অবস্থায় করনীয় কি?  উত্তর : বাচ্চার হক নষ্ট হচ্ছে না। কারণ, এখানে যদি হক নষ্ট হওয়ার বিষয় থাকতো, তাহলে মায়েরা আগের সন্তান কিছুটা বড় হলে বা দুধ ছাড়ার পরই কনসিভ করতো। যেহেতু এক বছরের মাথায়ও সন্তান হতে পারে তাই উভয় সন্তানেরই হক আছে।একজন মুসলিম উপন্যাস (গদ্য, প্রবন্ধ, সত্য ঘটনা, বানানো গল্প, যৌনতা ইত্যাদি থাকে) লিখতে এবং পড়তে পারবে কি? আর এই গুলো পড়লে জ্ঞানের পরিধি বাড়াতে এবং মেধায় সৃজনশীলতার ব্যাপারে সহযোগী ভূমিকা পালন করে। সে হ্মেত্রে কি করতে পারি?উত্তর : মাসআলা অনুযায়ী সৃজনশীলতার নামে মিথ্যা বা কাল্পনিক বিষয় রচনা অনুমোদিত নয়। তবে, মূলতই শিক্ষণীয় বিষয় তুলে ধরার জন্য কল্পনায় গল্প সাজানো জায়েজ হতে পারে। চিন্তাশক্তি ও সৃজনশীলতা বাস্তব জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে প্রয়োক করা কাম্য। সাজানো গল্প উপন্যাসের…

নামাজে সুরা মিলানোর ক্ষেত্রে প্রথম রাকাতে ফাতেহার পর ইখলাস পড়ে পরের রাকাতে সুরা নাস পড়ার কোন বিধি নিষেধ আছে কি?

উত্তর : কোনো কারণ বশত এভাবে নামাজ পড়লেও নামাজ হবে। সাধারণত নিয়ম হলো আগের রাকাতে যে সুরা বা আয়াত পড়া হয়, পরের রাকাতে এরচেয়ে কম পরিসরের সূরা বা আয়াত তেলাওয়াত করা। কোরআন শরীফের সিরিয়াল অনুযায়ী পড়াও বিধেয়। বিনা কারণে এর…

সফরে কসররত অবস্থায় আসরের ফরজ নামাজ কাযা হয়। মাগরিব এর নামাজ পড়ার সময় আসরের নামায কাজা পড়তে চাইলে ২/৪ রাকাত পড়বো। তখনও মুসাফির অবস্থায় ছিলাম।

উত্তর : মুসাফির অবস্থায় কাযা নামাজ কসর পড়তে হয়। মাগরিবের সময় পড়লেও কসর ২ রাকাত পড়বেন। সফর থেকে বাড়ী ফিরে সফরের কাযা নামাজ পড়ার সময়ও কসর পড়বেন। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভীসূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী…

যদি কোনও ব্যাক্তি মুসাফির বলে গণ্য হয় তবে তাকে কি মুসাফিরের নামাজই আদায় করতে হবে? মূলত মুসাফিরের কষ্ট লাঘবের জন্য এইটা করা হয়েছে। কিন্তু সে যদি স্বেচ্ছায় স্বাভাবিক নিয়মে সকল রাকাত নামাজ পড়তে চায়, বা পড়ে তাহলে কি তার গুনাহ হবে?

উত্তর : গুনাহ হবে। ফরজ নামাজ অবশ্যই তাকে কসর পড়তে হবে। এটি আল্লাহর দেওয়া সুযোগ নয়, হুকুম। তবে, সময় সুযোগ থাকলে সুন্নাত নফল সবই পড়া যায়। কিন্তু এসবই তখন ঐচ্ছিক নফলে পরিণত হয়। তবে, কসরের নামাজ পুরো পড়া যাবে না।…

আমি ৬ মাসের ভেতরে আমার মাকে উমরা করাবো বলে আমি নিজে নিজে প্রতিজ্ঞা করে ছিলাম। কিন্তু এর কিছুদিন পর অর্থাৎ ৬ মাস পূর্ণ হওয়ার পূর্বে আমার মা অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন, এখন প্রায় ২ বছর হয়ে গেছে, এখন আমার করণীয় কি?

উত্তর : আপনার প্রতিজ্ঞা করার কারণে আপনার মায়ের ওপর উমরা ওয়াজিব হয়ে যায়নি। তাই, তার উমরাটি বদলি করা ওয়াজিব নয়। ইচ্ছা করলে তাকে সওয়াব দেওয়ার জন্য আপনি নফল উমরা করতে পারেন। অথবা যে কোনো পরিমাণ টাকা পয়সা দান সদকা করে…

আমার বাচ্চা ১৩ মাস বয়সি। আমার আহলিয়া ৪ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিকমত দুধ পাচ্ছেনা। এক্ষেত্রে ১৩ মাস বয়সি বাবুর হক নষ্ট হচ্ছে কি না? এই অবস্থায় করনীয় কি?

উত্তর : বাচ্চার হক নষ্ট হচ্ছে না। কারণ, এখানে যদি হক নষ্ট হওয়ার বিষয় থাকতো, তাহলে মায়েরা আগের সন্তান কিছুটা বড় হলে বা দুধ ছাড়ার পরই কনসিভ করতো। যেহেতু এক বছরের মাথায়ও সন্তান হতে পারে তাই উভয় সন্তানেরই হক আছে।…

প্রশ্ন : আমার ভাই জুয়া খেলে, এখন সেই টাকা যদি আমি কোনো মসজিদে বা ভালো কাজে দান করে দিই, তাতে কী কোনো সোয়াব পাওয়া যাবে?

উত্তর : জুয়া খেলা হারাম। যদি এর প্রথম মূলধন হালালও হয়, পরবর্তী প্রবৃদ্ধির সবটুকুই হারাম। আপনি হারাম টাকা দান করছেন, এমন নিশ্চিত হলে অবশ্যই সওয়াবের আশা করা ঠিক হবে না। বরং হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত বা আশা করাও…

আকীকার উছিলায় বড়ো করে অনুষ্টান করতে চাই। পারবো কিনা দয়া করে জানাবেন?

উত্তর : আকীকার জন্য বড় করে অনুষ্ঠান করা সুন্নাতের খেলাফ। আকীকার জন্য কোনো অনুষ্ঠানের কথা কিতাবে পাওয়া যায় না। কোনো উপহার বিনিময়ের চাপ, লোক দেখানো, টাকা কামাই করা বা বেপর্দাসহ অন্য গুনাহমিশ্রিত হলে আকীকার অনুষ্ঠান করা জায়েজ হবে না। আকীকার…

ইসলামে বিড়াল পালন করা বৈধ আছে কি?

উত্তর : সাধরণভাবে বৈধ। কারণ, নবী করিম সা. বিড়াল পালনে বাধা দেননি। বিড়ালের মুখ দেওয়া পানি নাপাক হয় না। কেননা, নবী করিম সা. বলেছেন, বিড়াল তোমাদের ঘরের স্বাভাবিক প্রাণী। তোমাদের সঙ্গে মিলেমিশে থাকে। এজন্য তার ঝুটা বা এঁটো নাপাক নয়।…

দুই রাকাত সুন্নত নামাজের বৈঠকে কোন কোন দোয়া পড়তে হয়? যদি তাশাহুদ পড়ার পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলে তাহলে কি নামাজের কোন সমস্যা হবে?

উত্তর : সুন্নাত নামাজে তাশাহুদের পর দুরুদ শরীফ পড়ে দোয়ায়ে মাছুরা পড়া ঐচ্ছিক বিষয়। এতে সুন্নাহসম্মত দোয়া পড়াই কর্তব্য। তন্মধ্যে আমাদের দেশে অধিক প্রচলিত দোয়ায়ে মাছুরাটি সর্বোত্তম। এছাড়া আলেম বা শুদ্ধ পাঠকারী ব্যক্তির জন্য অন্য দোয়ায়ে মাছুরা পড়ার অনুমতি আছে।…

প্রশ্ন : জুমার নামাজের পূর্বে যে সুন্নাত নামাজ পড়তে হয়, তা কোনো কারণে ছুটে গেলে কী করণীয়?

উত্তর : জুমার নামাজে জোহরের সুন্নাতে মোয়াক্কাদাহ মিস হয়ে গেলে অন্যদিনের মতো পড়ে নিবেন। বাকী নফল ও ঐচ্ছিক সুন্নাত ছুটে গেলে না পড়লেও চলবে। জুমার দিনের মহব্বতে ও নামাজের প্রতি ভক্তি পোষন করায় আগে পরে নফল আকারে পড়তে পারেন। নামাজ…

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen + 7 =