বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের সাথে ইইউ এম্বাসেডরের বৈঠক এলডিসি হতে গ্রাজুয়েশনের পরও বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আশ্বাস

0
342


বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এর সাথে বাংলাদেশে নবনিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের
এম্বাসেডর চার্লস হোয়াইটলি বাণিজ্য সচিবের অফিস কক্ষে আজ ১১ জানুয়ারি
 বৈঠক করেন।এ সসময় ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস  ক্লাইমেট ডায়লগ এর পরবর্তী সভা আয়োজন ;বাংলাদেশের রপ্তানি পণ্য বহুমূখীকরণ; বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রদত্ত জিএসপি সুবিধার মেয়াদ বৃদ্ধি  বাংলাদেশের লজিস্টিক সেক্টরে বৈদেশিক বিনিয়োগ; ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণের জন্য ক্যাপাসিটি বিল্ডিং, ই-কমার্স, এনভারমেন্ট, কমপ্লায়েন্স, মার্কেট একসেস, এলডিসি হতে গ্রাজুয়েশনের পরবর্তী সহযোগিতা অব্যাহত রাখা  ইত্যাদি বিষয়ে প্রোগ্রাম আয়োজন; ব্যাবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ দ্বি-পাক্ষিক সার্বিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।
এলডিসি হতে গ্রাজুয়েশনের  পরও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার
আশ্বাস প্রদান করেন। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বি-পাক্ষিক স্বার্থ এবং বাণিজ্য উন্নয়ন
সংক্রান্ত বিষয়ে এিকমত পোষণ করা হয়।

 সভায় ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিসহ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর
রহমান, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ডব্লিউটিও সেল মো. হাফিজুর রহমান এবং অতিরিক্ত সচিব(এফটিএ)
নুর মো. মাহবুবুল হক উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

ten + 7 =