আস্থার সংকট কাটিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই ….. সিইসি

0
390

সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠকের শুরুতে শুভেচ্ছা অনুষ্ঠানের সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরই অংশীজনদের সঙ্গে সংলাপ করছি। এরই ধারাবাহিকতায় আপনাদের মতামত নিতে আপনাদের মূল্যবান কথা শুনবো আমরা আপনাদের মতামত নোট করে পর্যালোচনা করবো। সবার মতামত নিয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ করা হবে।প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল বলেছেন, আস্থার সংকট কাটিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন যেমন আপনারা আশা করেন, আমরাও আশা করি। আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চাই

বিভিন্ন মিডিয়ার প্রধান নির্বাহীসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা সংলাপে অংশ নিয়েছেন। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নিয়েই সংলাপের আয়োজন করে। এর আগে শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে তিন দফায় বৈঠক করে ইসি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − 14 =