কারাগারে এইচআইভি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

0
430

সমাজের নানা বয়সের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নানা অপরাধে জড়িয়ে কারাগারে যায়। কারাগারে এইচআইভি থাকতে পারে কারন কারাবন্দীদের একটি বড় অংশ মাদক নির্ভরশীল। আর মাদক নির্ভরশীলরা এইচআইভির উচ্চ ঝুঁকি বহন করে। তাই কারাগারকে এইচআইভি মুক্ত রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৩ টায় কারা অধিদপ্তরের সদর দপ্তরে ইউএনওডিসি’র সহযোগীতায় এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ও কারা অধিদপ্তরের যৌথ আয়োজনে কারাবন্দিদের মাঝে এইচআইভি প্রতিরোধ বিষয়ক এক পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোঃ আবরার হোসেনের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের চিফ কনসালটেন্ট ডাঃ শোয়েবুর রেজা চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরউল্লাহ কাজল।

সভায় আরোও বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডাঃ সাবেরা সুলতানা, ন্যাশনাল এইডস্ এন্ড এসটিডি প্রোগ্রামের সহকারী পরিচালক ডাঃ মাহাবুবুর রহমান।

এছাড়াও পরামর্শ সভায় উপস্থিত ছিলেন চিটাগং, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের কারা অধিদপ্তরের উপ কারা মহাপরিদর্শকসহ বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা পায়াকট, কেয়ার বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেনের, আইসিডিডিআরবির প্রতিনিধিগণ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউএনওডিসির ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আবু তাহের। সভার মুল আলোচ্য বিষয়ে উপস্থাপনা করেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =