অবিলম্বে বন্ধ ক্যান্টিন,নবনির্মিত হল চালুর দাবিতে ছাত্রফ্রন্টের মানববন্ধন-সমাবেশ

0
382

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে বন্ধ ক্যান্টিন,আবাসন সঙ্কট নিরসনে নবনির্মিত হল চালু,পরিবহন সংকট নিরসনে নতুন বাস ক্রয়,শিক্ষক ও ক্লাসরুম সংকট নিরসন,শিক্ষার্থীদের ক্লাস-মুখী করতে উদ্যোগ গ্রহণ,শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন ও রাস্তা সংস্কার করাসহ বিভিন্ন দাবিতে কলেজ শহীদ মিনার পাদদেশে আজ দুপুর ১২টায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ সংগঠক ইলিয়াস আলীর পরিচালনায়  এবং আহবায়ক মৌসুমী আক্তার মৌ এর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন নাজনীন নাহার রংপুর নগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক  উত্তম কুমার।

বক্তারা বলেন,ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি,অনার্সসহ অন্যান্য শিক্ষার্থীদের ক্লাশ পরীক্ষা কার্যক্রম সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত  চলে।এতে করে শিক্ষার্থীদের দুপুরে নাস্তার প্রয়োজন হয়।কিন্তু কলেজের একমাত্র ক্যান্টিন বন্ধ থাকার ফলে এ শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে গিয়ে চড়া দামে খাবার সংগ্রহ করে খেতে হচ্ছে।বক্তারা অবিলম্বে ক্যান্টিন চালু করার জোর দাবি জানান!বক্তারা আরো বলেন,

২৭ হাজার শিক্ষার্থীর জন্য যে আবাসন সুবিধা দেওয়া হচ্ছে তা যথেষ্ট নয়।ফলে শিক্ষার্থীদের বিভিন্ন মেস,বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। তাই তারা দ্রুত নবনির্মিত হল চালু ও আরো হল নির্মাণের দাবি করেন।ছাত্রনেত্রী মৌসুমী আক্তার বলেন,১৯ হাজার নিয়মিত শিক্ষার্থীদের জন্য ৩০বছরেব পুরনো বাস সার্ভিস আধুনিকীকরণ-সহ শিক্ষার্থীদের পরিবহন ফি-তহবিলের টাকা দিয়ে নতুন বাস ক্রয় করতে হবে।সেইসাথে শিক্ষার্থীদের নিরাপত্তা স্বার্থে ক্যাম্পাসে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন ও রাস্তা মেরামতের দাবি করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

ten + nineteen =