কবি শাহ নেওয়াজ এর কবিতা “ভাষা বৈরাগী দল”

0
665

কবিতাঃ ভাষা বৈরাগী দল
কবিঃ শাহ নেওয়াজ

ভোরের রবিতে সোনালী ছবিতে
একুশের গান শুনি,
মায়ের মুখেতে আদুরে বুকেতে
বর্ণের মালা বুনি।
একুশের ক্ষণে পুলকিত মনে
শহীদ মিনারে যাই,
নগন চরণে শহীদ স্মরণে
একুশের গান গাই।
বসুধার ঢলে কত লোক চলে
কত যে গিয়েছে চলি,
তাহাদের মাঝে বীর দেখি আজে
গরবের সাথে বলি।
কলমের কালি আঁখে ফুল ঢালি
কবি চোখে নাই ঘুম,
একুশ আসিয়া আবেগে ভাসিয়া
কবিতা লেখার ধুম।
পেরেছ দেখিতে শহীদ বেদিতে
এত মানুষের ঢল,
অবাক অবনী দেখিছে তখনি
ভাষা বৈরাগী দল।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × one =