চলাচলের রাস্তার আবর্জনা মাড়িয়ে আসার কারণে উযূ

0
362

হযরত আব্দুর রহমান (রা:) এর উম্মে ওয়ালেদ থেকে বর্ণিত তিনি বলেন: আমি উম্মে সালামা (রা:) কে বললাম, আমি কাপড়ের আঁচল ঝুলিয়ে পরিধান করি। অনেক সময় ময়লা জায়গা দিয়েও আমার হাঁটতে হয়। এমতাবস্থায় আমার করণীয় কি? তিনি বললেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন: পরবর্তী স্থানই তা পাক করে দিবে।

(তিরমিযী শরীফ: হাদিস নং: ১৩৫)

(আমরা হাদিস বেশি বেশি পড়বো। হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।)

[পথ চলার কারণে  রাস্তা থেকে কাপড়ে যে ময়লা লাগবে সম্মুখে আরও পথের কারণে রাস্তার পথে ঘর্ষণে ঐ ময়লা পরিস্কার হয়ে যাবে।

উক্ত বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) থেকেও হাদীস বর্ণিত আছে। তিনি বলেন: আমরা রাসূলুল্লাহ (সা:) এর সাথে ছিলাম। পথ চলিত ময়লার কারণে আমরা উযূ করতাম না।

(তিরমিযী শরীফ: হাদিস নং: ১৪৩)

(আমরা হাদিস বেশি বেশি পড়বো। হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − 13 =