পুরুষ ও মহিলা একই পাত্র থেকে উযূ করা

0
292

হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, মায়মূনা (রা:) আমাকে বলেছেন: আমি এবং রাসূলুল্লাহ (সা:) একই পাত্র থেকে পানি উঠায়ে (ফরয) গোসল করেছি। ইমাম তিরমিযী (র:) বলেন: এই হাদিসটি হাসান ও সহীহ।সাধারণভাবে ফকীহগণের সকলেরই অভিমত এই যে, একই পাত্র থেকে পানি লয়ে স্বামী ও স্ত্রীর গোসল করায় কোন দোষ নেই।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৬২)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।

অপরকে হাদিসের দাওয়াত দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty + 20 =