আযানের ফজিলত

0
382

হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: যে ব্যক্তি সাওয়াব লাভের আশায় সাত বছর আযান দিবে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেওয়া হবে। ইমাম তিরমিযী (র:) বলেন: এই বিষয়ে হযরত ইবনে মাসউদ, ছাওবান, মুআবিয়া, আনাস, আবূ হোরায়রাও আবূ সাঈদ (রা:) প্রমুখ থেকেও হাদিস বর্ণিত রয়েছে। হযরত ইবনে আব্বাস (রা:) কর্তৃক বর্ণিত এই হাদিসটি গরীব।

(তিরমিযী শরীফ- হাদিস নং-২০৬।)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিসের আমলগুলো মেনে চলব।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 + eighteen =