আযানের বিনিময়ে কোন পারিশ্রমিক গ্রহণ মাকরূহ

0
330

হযরত উছমান ইবনে আবুল আস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) আমার কাছ থেকে সর্বশেষ যে ওয়াদা নিয়েছিলেন তা হল, তোমরা এমন মু‘আযযিন নিয়োজিত করবে যে আযানের বিনিময়ে কোন পারিশ্রমিক গ্রহণ কর না। ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত উছমান (রা:) বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ। উলামাগণ এই হাদিস অনুসারে অভিমত ব্যক্ত করে যে, আযানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা মাকরূহ। মু‘আযযিন এর জন্য মুস্তাহাব হলো সওয়াবের নিয়তে আযান দেওয়া।

(তিরমিযী শরীফ- হাদিস নং-২০৯।)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিসের আমলগুলো মেনে চলব।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − 11 =