আযান শোনার পরও যদি কেউ সাড়া না দেয়

0
311

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: আমার ইচ্ছা হয়, যুবকদের বলি তারা যেন কাঠ সংগ্রহ করে আর আমি সালাতের নির্দেশ দেই এবং তারা দাঁড়িয়ে যায় পরে যারা সালাতে হাযির না হয় সেই লোকদেরকে আগুনে ভস্মীভূত করে দেই। আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত আবূ হোরায়রা (রা:) কর্তৃক বর্ণিত এই হাদিসটি হচ্ছে হাসান ও সহীহ। কতিপয় আলেম বলেন: এই কথা সাধারনত হুমকী ও গুরুত্ব প্রদান হিসেবে বলা হয়েছে। তবে উযর ব্যতীত জামাআত পরিত্যাগের কোন অনুমতি নেই। মুজাহিদ (র:) বলেন: হযরত ইবনে আব্বাস (রা:) কে জ্ঞিজ্ঞাসা করা হয়েছিল, এক ব্যক্তি সারাদিন রোযা রাখে আর সারারাত সালাত আদায় করে কিন্তু জুমু‘আ বা জামাআতে হাযির হয় না তার কি হবে? উত্তরে তিনি বললেন: সে জাহান্নামী।

(তিরমিযী শরীফ-হাদিস নং-২১৭,২১৮)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিসের আমল করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − 2 =