ইশা ও ফজরের সালাত জামাআতে আদায় করার ফজীলত

0
326

হযরত উসমান ইবনে আফফান (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: যে ব্যক্তি ‘ইশার জামাআতে হাযির হতে পারবে সে অর্ধ রাত্রির সালাত আদায়ের সমতুল্য সওয়াব পাবে। আর যে ব্যক্তি ইশা ও ফজরের সালাত জামাআতে আদায় করবে সে পূর্ণ রাত্রি সালাত আদায়ের সমতুল্য সওয়াব পাবে। ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এ হাদিসটি হাসান ও সহীহ। হযরত জুনদাব ইবনে সুফিয়ান (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে আল্লাহর যিম্মায় থাকবে। সুতরাং তোমরা কেউ আল্লাহর যিম্মায় থাকার বিষয়ে ভঙ্গ করো না।

(তিরমিযী শরীফ-হাদিস নং-২২১,২২২)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিসের আমল করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × five =