পাঁচ ওয়াক্ত সালাতের ফজিলত

0
419

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন পাঁচ ওয়াক্ত সালাত এবং জুমআর মধ্যবর্তী সময়ে সংঘটিত গুনাহসমূহের জন্য কাফফারা সরূপ যতক্ষণ না সেই ব্যক্তি কবীরা গুনাহে লিপ্ত হয়। (মধ্যবর্তী সময়ে সংঘটিত বলতে এক ওয়াক্ত সালাত থেকে অপর ওয়াক্ত সালাত এবং এক জুমআ থেকে আরেক জুমআ মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহসমূহের জন্য কাফফারা স্বরূপ।) ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ।

(তিরমিযী শরীফ- হাদিস নং-২১৪।)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিসের আমলগুলো মেনে চলব।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen − ten =