তাকবীর বলার সময় হাতের অঙ্গুলীসমূহ প্রসারিত করে রাখা

0
372

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সা:) যখন সালাতের উদ্দেশ্যে তাকবীর বলতেন তখন তাঁর হাতের আঙ্গুলগুলি ছড়িয়ে রাখতেন। আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত এই হাদিসটি হাসান। একাধিক রাবী আবূ আবূ যিব- এর সূত্রে আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা:) যখন সালাতে দাখিল হতেন তখন দুই হাত প্রসারিত করে (উপরে) উঠাতেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান বর্ণনা পরম্পরায় উবায়দুল্লাহ ইবনে আব্দুল মাজীদ আল-হানাফী ইবনে আবী যিব(র:) এর সূত্রে হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা:) যখন সালাতে দাঁড়াতেন তখন তাঁর হাত দুটি প্রসারিত করে উপরে উঠাতেন।

(তিরমিযী শরীফ- হাদিস নং-২৩৯,২৪০)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অন্যকে হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four − three =