দুই ব্যক্তি সঙ্গে নিয়ে সালাত আদায় করা

0
429

হযরত সামুরা ইবনে জুনদুব (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) আমাদের নির্দেশ দিয়েছেন যে, আমরা যদি তিনজন হই তবে সালাতের সময় একজনকে যেন (ইমামত জন্য) সামনে দাঁড় করিয়ে নেই। ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন সামুরা (রা:) কর্তৃক বর্ণিত হাদিসটি হচ্ছে হাসান ও সহীহ।উলামা ও ফকীহগণ এ হাদিসের মর্মানুসারে আমল গ্রহণ করেছেন। তাঁরা বলেছেন, মুসল্লী যদি তিনজন হয় তবে দুইজন ইমামের পিছনে দাঁড়াবে।

(তিরমিযী শরীফ- হাদিস নং-২৩৩)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অন্যকে হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 + 16 =