রুকূ ও সিজদার সময় তাকবীর বলা

0
426

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) প্রত্যেক উঠা, নামা, দাঁড়ানো ও বসার সময় তাকবীর পাঠ করতেন। হযরত আবূ বকর ও উমর (রা:) ও অনুরূপ আমল করতেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) কর্তৃক বর্ণিত হাদিসটি হচ্ছে হাসান ও সহীহ। হযরত আবূ বকর, উমর, উসমান, আলী (রা:) প্রমুখসহ সাহাবী, তাবিঈ ও সাধারণভাবে ফকীহ ও উলামাগণ এই হাদিস অনুসারেই আমল করতেন। হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) সিজদায় যাওয়ার সময় তাকবীর বলতেন।

(তিরমিযী শরীফ- হাদিস নং-২৫৩,২৫৪)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের বাণী পৌছে দিবো। নিজে হাদিস অনুসারে আমল করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + 15 =