রুকূর সময় উভয় হাত শরীরের পাশর্দেশ থেকে পৃথক রাখা

0
375

হযরত আব্বাস ইবনে সাহল (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: একবার আবূ হুমায়েদ, আবূ উসায়েদ, সাহল ইবনে সাদ এবং মুহাম্মদ ইবনে মাসলামা (রা:) প্রমুখ একস্থানে জমায়েত হলেন। তাঁরা রাসূল (সা:) এর সালাত সম্পর্কে আলোচনা করেছিলেন। এমন সময় আবূ হুমায়েদ (রা:) বললেন: রাসূলুল্লাহ (সা:) এর সালাত সম্পর্কে তোমাদের মধ্যে আমি ভালো জানি। রাসূলুল্লাহ (সা:) রুকূর সময় দুই হাঁটুতে তাঁর দুই হাত এমনভাবে স্থাপন করেছিলেন যে, যেন তিনি হাঁটু দুটি ধরে আছেন এবং হাত দুটো পাশর্^দেশ থেকে দূরে সরিয়ে ধনুকের ছিলার মত বানিয়ে নিয়েছিলেন।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: আবূ হুমায়েদ (রা:) কর্তৃক বর্ণিত হাদিসটি হচ্ছে হাসান ও সহীহ।

(তিরমিযী শরীফ- হাদিস নং-২৬০)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিসের বাণী অপরকে পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 5 =