সিজদার সময় উভয় হাত শরীরের পাশর্দেশ থেকে সরিয়ে রাখা

0
367

হযরত আব্দুল্লাহ ইবনে আকরাম আল খুযাঈ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: আমি আমার পিতার সঙ্গে আরাফার নামিরা নামক ময়দানে একটি প্রশস্ত উপত্যকায় ছিলাম। এমন সময় একটি ছোট দল এদিক দিয়ে অতিক্রম করে গেল। আমি তখন দেখলাম রাসূলুল্লাহ (সা:) দাঁড়িয়ে সালাত আদায় করছেন। সিজদার সময় তাঁর বগলের নীচ-এর শুভ্রতা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম।

আবূ ঈসা তিরিমিযী (র:) বলেন, আহমার ইবনে জায রাসূল (সা:) এর একজন সাহাবী; তাঁর থেকে একটি হাদিস বর্ণিত আছে।

(তিরিমিযী শরীফ-হাদিস নং-২৭৪)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে দাওয়াত পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 − three =