সিজদার সময় চেহারা কোথায় রাখবে

0
379

হযরত আবূ ইসহাক (র:) থেকে বর্ণিত তিনি বলেন: আমি হযরত বারা ইবনে আযিব (রা:) কে জিজ্ঞাসা করেছিলাম, সিজদার সময় রাসূলুল্লাহ (সা:) তাঁর চেহারা কোথায় রাখতেন? জবাবে তিনি বললেন: দুই হাতের মাঝখানে। একই হযরত ইবনে বারা আযিব(রা:) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। ও গরীব। এই হাদিস অনুসারে উলামাগণের কেউ কেউ বলেছেন: সিজদার সময় হাত দুই কানের কাছাকাছি থাকবে।

(তিরিমিযী শরীফ-হাদিস নং-২৭১)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে দাওয়াত পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen + 10 =