ইমামের আগে রুকূ ও সিজদায় যাওয়া মাকরূহ

0
349

হযরত বারা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সা:) এর সাথে সালাত আদায় করতাম। তিনি রুকূ থেকে মাথা উঠাতেন। অত:পর তিনি সিজদায় না যাওয়া পর্যন্ত আমাদের কেউ পিঠ ঝুকাত না। তিনি সিজদায় যাওয়ারে পর আমরাও সিজদায় যেতাম। ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত বারা (রা:) কর্তৃক বর্ণিত হাদিসটি হচ্ছে হাসান ও সহীহ।

উলামায়ে কেরামগণের অভিমত এই যে, ইমামের পিছনে যারা থাকবে তারা ইমামের সমস্ত কাজ অনুসরণ   করে চলবে। ইমাম রুকূতে না যাওয়া পর্যন্ত তারা রুক’তে যাবে না। ইমাম মাথা না উঠানো পর্যনাত তারা মাথা উঠাবে না। এই বিষয়ে উলামাদের মধ্যে কোন মতবিরোধ আছে বলে আমার জানা নেই।

(তিরমিযী শরীফ-হাদিস নং-২৮১)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিসের বাণী অপরকে পৌছে দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × one =