কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন দুই রাকাআত নামায পড়ে নেয়

0
337

হযরত আবূ কাতাদা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, মহানবী (সা:) ইরশাদ করেছেন: তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার আগেই দুই রাকাআত নামায আদায় করে নেয়। ইমাম তিরমিযী (র:) বলেন: আবূ কাতাদা (রা:) বর্ণিত এই হাদিসটি হাসান-সহীহ।

মুহাম্মদ ইবনে আজলান প্রমুখ রাবী আমির ইবনে আব্দুল্লাহ ইবনে যুবাইর (র:) সূত্রে মালিক ইবনে আনাস (রা:) এর অনুরূপ হাদিসটি বর্ণনা করেছেন।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩১৬)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 3 =