কুবায় মসজিদে নামায আদায়ের ফযীলত

0
151

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, মহানবী (সা:) ইরশাদ করেছেন  : আমার এই মসজিদে (মসজিদে নববীতে) নামায পড়া মসজিদে হারাম কা‘বা শরীফ ছাড়া অপর কোন মসজিদে এক হাজার সালাত আদায় করা অপেক্ষা উত্তম। ইমাম তিরমিযী (র:) বলেন: কুতায়বা তাঁর সনদে উবায়দুল্লাহর নাম উল্লেখ করেননি। তিনি যায়েদ ইবনে রাবাহ-আবূ আব্দুল্লাহ আল-আগারর-এর নাম হলো সালমান।

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে একাধিক সূত্রে এই হাদিসটি বর্ণিত রয়েছে।

হযরত আবূ সাঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, মহানবী (সা:) ইরশাদ করেছেন: মসজিদে হারাম, আমার এই মসজিদ এবং মসজিদে আকসা এই তিন মসজিদ ছাড়া তোমরা আর অন্য কোন স্থানের উদ্দেশ্য সফর করবে না।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩২৫-২৩৬)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five − two =