তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ সম্পর্কে

0
259

হযরত আবূ সাঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: বানূ খুদ্রার এক ব্যক্তি এবং বানূ আম্র ইবনে আওফ গোত্রের এক ব্যক্তির মধ্যে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ সম্পর্কে বিতর্ক হয়। খুদরা গোত্রের লোকটি বলল: এটি হচ্ছে মসজিদে নববী। অপরজন বলল: এটি হচ্ছে মসজিদে কুবা। পরে তারা উভয়ই এই ব্যাপারে হযূর (সা:) এর কাছে গেল। তখন তিনি বললেন: এ হল এটাই অর্থাৎ মসজিদে নববী। এতে প্রভূত কল্যাণ রয়েছে।

ইমাম তিরমিযী (র:) বলেন: এই হাদিসটি হাসান সহীহ।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩২৩)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 − 8 =