মুসল্লীর সম্মুখে সুত্রা গ্রহণ প্রসঙ্গে

0
327

হযরত তালহা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: উটের পিঠের কাষ্ঠ নির্মিত আসনের অনুরূপ কিছু যদি মুসল্লীর সামনে থাকে তবে এর বাহিরে দিয়ে কারো যাতায়াতে পরওয়া করার কোন কিছু নেই। ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত তালহা (রা:) বর্ণিত হাদিসটি হাসান গরীব।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৩৫)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিসের আমলগুলো করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eight − two =