মুসল্লীদের অসন্তুষ্টিতে যদি কেউ ইমামত করে

0
188

হযরত আনাস ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, হুযূর (সা:) তিন ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন: যে ব্যক্তি কোন সম্প্রদায়ের ইমামতি করছে অথচ তার উপর সন্তুষ্ট নয়, যে মহিলা এমনভাবে তার রাত কাটায় যে স্বামী তার উপর সন্তুষ্ট নয় এবং যে ব্যক্তি   ‘হাইয়া আলাল ফালাহ’ কল্যাণের দিকে আস, আযানের এই ডাক শোনার পরও নামাযে হাযির হয় না।

উক্ত বিষয়ে ইমাম আহমাদ ও ইসহাক (র:) বলেন: অধিকাংশ মুসল্লী অপছন্দ না করা পর্যন্ত একজন, দুইজন বা তিনজনের অপছন্দ করা কর্তব্যের মধ্যে আস।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৫৮) আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × four =