সালাতে চুল বাঁধা মাকরূহ

0
183

হযরত আবূ রাফি (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, একবার আবূ রাফি (রা:) হযরত হাসান (রা:) এর পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরত হাসান (রা:) তখন সালাতরত ছিলেন এবং তাঁর মাথার চুল পিঠের দিকে মুড়িয়ে বাঁধা ছিল। আবূ রাফি (রা:) তাঁর চুলগুলো খোলে দিলেন। এতে হাসান (রা:) রাগতভাবে তার দিকে তাকালেন। তখন আবূ রাফি বললেন: নিজের সালাত চালিয়ে যান। রাগ করবে না। রাসূলুল্লাহ (সা:) কে আমি বলতে শুনেছি যে, এভাবে চুল বাঁধা হল শয়তানের আসন।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: আবূ রাফি বর্ণিত হাদিসটি হাসান।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৮৪)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eight + 16 =