সালাতে ফুঁ দেওয়া মাকরূহ

0
169

হযরত উম্মে সালামা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে: আফলাহ নামের আমাদের একটি গোলাম ছিল। একদিন তাকে রাসূলুল্লাহ (সা:) সালাতে ফুঁ দিতে দেখে বললেন: হে আফলাহ! তোমর মুখে মাটি পড়–ক। আহমাদ ইবনে মানী (র:) বলেন: আব্বাস ইবনুল আওয়াম সালাতে ফুঁ দেওয়া মাকরূহ বলেছেন। তিনি বলেন: কেউ যদি ফুঁ দেয় তবে এতে তার সালাত নষ্ট হয়ে যাবে না। আহমাদ ইবনে মানী বলেন: আমরা এই অভিমতটিই গ্রহণ করেছি।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৮১)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 − 1 =