সালামের পূর্বে সিজদা সাহ্উ করা

0
190

হযরত বানু আব্দিল মুত্তালিবের হালীফ (আশ্রিত) আব্দুল্লাহ ইবনে বুহায়না আল-আসাদী (রা:) থেকে বর্ণিত যে, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) একবার যুহরের সালাতে যেখানে বসার কথা সেখানে দাঁড়িয়ে গেলেন। এই ভুল করার জন্য সালাত শেষ করার পর সালামের পূর্বেই তিনি বসা অবস্থায় দুই সিজদা দিলেন। প্রত্যেক সিজদার সময় “তাকবীর” ও বললেন। অন্যান্য মুসল্লীরাও তাঁর সঙ্গে দুই সিজদা করল।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৯১)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − ten =