কারো যদি ফজরের পূর্বেও দু‘রাকাআত সুন্নাত ফওত হয়ে যায় তবে ফজরের ফরযের পর তা আদায় করবে

0
114

হযরত কায়েস (রা:) থেকে বর্ণিত আছে যে, একদিন রাসূলুল্লাহ (সা:) ঘর থেকে বের হয়ে এলেন। সালাতের ইকামত দেওয়া হলো, আমি তাঁর সঙ্গে ফজরের সালাত আদায় করলাম। সালাত থেকে ফিরে এসে তিনি আমাকে সালাতরত দেখতে পেলেন। বললেন: হে কায়স! থাম একই সাথে দুই সালাত পড়ছ! আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমি ফজরের দু‘রাকাআত সুন্নাত পড়তে পারিনি। তিনি বললেন: তা হলে অসুবিধা নেই।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৪২২)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × three =